শিরোনাম

পঞ্জাবে পুলিশের বেশে জেলে ঢুকে খালিস্তানি জঙ্গি ছিনতাই

 

নিউজ ডেস্ক : পুলিশের পোশাকে এসে গুলি চালাতে চালাতে ছয় সঙ্গীকে জেল থেকে ভাগিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা।  ঘটনাটি ঘটেছে রবিবার পঞ্জাবের নাভা সেন্ট্রাল জেলে। পুলিশ জানিয়েছে, পলাতক ছয় জন বন্দির মধ্যে খালিস্তান লিবারেশনের চিফ হরমিন্দর সিংহও রয়েছে।

সূত্রের খবর, এ দিন পুলিশের পোশাকে ১০ দুষ্কৃতী ওই জেলে প্রবেশ করে। জেলের তামাম নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে বিনা বাধায় পৌঁছে যায় জেলের ভিতরে যেখানে অপরাধীদের বন্দি করে রাখা হয়েছে। ওই জেলেই তাদের গ্যাঙের ছয় দুষ্কৃতী বন্দি ছিল। তাদের মধ্যে রয়েছে ভিকি গোন্ড্রা, গুরপ্রীত সিংহ, নীতীন দেওয়ল এবং বিক্রমজিৎ সিংহের মতো কুখ্যাত গ্যাংস্টারও। ওই জেলেই বন্দি ছিল খালিস্তান লিবারেশনের চিফ হরমিন্দর। ১০টি সন্ত্রাস হামলার সঙ্গে জড়িত হরমিন্দরকে দিল্লি পুলিশ ২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল।

এ দিন গুলি করে জেলের তালা ভেঙে ফেলে পুলিশের বেশে থাকা বন্দুকবাজেরা। গুলির শব্দে ছুটে আসেন কারারক্ষীরা। তাদের লক্ষ্য করে গুলি চালায় তারা। পাল্টা গুলি চালায় দুষ্কৃতীরাও। দু’পক্ষের মধ্যে প্রায় ১০০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানা গিয়েছে। অনেকটা সিনেমার মতোই গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা জেল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরই পুরো এলাকায় চিরুণি তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠেছে নিরাপত্তার গাফিলতি নিয়েও। কী ভাবে জেলের নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তারা ভিতরে ঢুকল? এত পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও কী ভাবেই বা জেল থেকে পালাল তারা তা জানাতে বলা হয়েছে জেল কর্তাকে।

শুধু এই ঘটনাই নয়, গত অক্টোবরেই এক কারারক্ষীকে খুন করে, অন্য কারারক্ষীর হাত-পা বেঁধে ভোপালের সেন্ট্রাল জেল ভেঙে পালিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি-র ৮ জঙ্গি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পঞ্জাবে পুলিশের বেশে জেলে ঢুকে খালিস্তানি জঙ্গি ছিনতাই"

Leave a comment

Your email address will not be published.


*