নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকার আটজন যাত্রীর মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তরিকুল ইসলাম (৪৫) নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ তরিকুল ইসলাম সাহাপুরের আশরাফ আলীর ছেলে।
ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে চরে মুলা তুলতে ৭জন দিনমজুর একটি নৌকায় রওনা হন। ফেরার পথে পদ্মার স্রােতে মাঝিসহ ৮ জন দিনমজুর নিয়ে নৌকাটি ডুবে গেলে ৭ জন তীরে উঠতে পারলেও তরিকুল ইসলাম নিখোঁজ হন।
তাকে উদ্ধারে ঈশ্বরদী ইপিজেডের দমকল বাহিনী চেষ্টা করছে। এছাড়া তরিকুলের সন্ধান পেতে রাজশাহী থেকে ডুবুরি আনা হচ্ছে।
Be the first to comment on "পদ্মায় নৌকাডুবি : একজন নিখোঁজ"