শিরোনাম

‘পর্নস্টার’ অপবাদ পেতে হলো ভারতের ব্যাডমিন্টন তারকাকে!

নিউজ ডেস্ক : জাওলা গুট্টা ভারতের আন্তর্জাতিক ব্যাডমিন্টন তারকা। সমগ্র ভারতবাসীর কাছে তার একই পরিচয়। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে অনেকের কাছেই তার একমাত্র পরিচয়-সে একজন নারী। তাই একটি ছবি পোস্ট করার অপরাধে ‘পর্নস্টার’ গালি শুনতে হলো ভারতের এক নম্বর ডাবলস খেলোয়াড়কে!

স্যাগ থেকে শুরু করে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এমনকী কমনওয়েলথও একাধিক পদক এনে দিয়েছেন হায়দরাবাদের ৩৩ বছর বয়সী গুট্টা। গত সপ্তাহে গুট্টা অঞ্জুল ভান্ডারির ডিজাইন করা লেহেঙ্গা-চোলি পরে ছবি আপলোড করেছিলেন ফেসবুকে। সেখানেই তাকে অত্যন্ত কটু মন্তব্য সহ্য করতে হয়েছে। তাকে অপমান করতেও কেউ দুবারও ভাবেনি!

প্রমোদ রাজ বলে একজন লিখেছেন, “আচ্ছা আপনি কে? পর্নস্টার?ফিল্মস্টার? নাকি স্পোর্টস স্টার? আপনি কী চান?”

কেদলি দারান বলে একজন লিখেছেন, “আপনার এটা কীরকম মানসিকতা? পশ্চাৎদেশ কেন দেখাচ্ছেন?”

গুট্টা লেহেঙ্গা-চোলির ডিজাইন দেখাতেই পিছন ফিরে ছবি দিয়েছিলেন। ৩১ হাজার লাইক ও ১০০টি শেয়ারের সঙ্গেই ৮২৬টি কমেন্ট পড়েছে এই ছবিতে। এর মধ্যেই রয়েছে প্রমোদদের মত বিকৃত মানুষের কমেন্ট। তবে তাদের কটু মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অনেকেই। ভারতের সোশ্যাল নেটওয়ার্কে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। দেশকে এত সাফল্য দেওয়া জাওলা কি দেশবাসীর থেকে এরকম আচরণ আশা করেন?

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘পর্নস্টার’ অপবাদ পেতে হলো ভারতের ব্যাডমিন্টন তারকাকে!"

Leave a comment

Your email address will not be published.


*