শিরোনাম

পর্বতারোহী ‘রেশমা’ সমতলেই সমাহিত!

পর্বতারোহী ‘রেশমা’ সমতলেই সমাহিত!

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ পর্বতারোহী রেশমা নাহার রত্মাকে (৩২) শনিবার সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ‘রেশমা’ উপজেলার ধোপাদাহ গ্রামের বীরবিক্রম শিকদার আফজাল হোসেন’র মেয়ে।
গত শুক্রবার গভীর রাতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রেশমার লাশ নিজ বাড়িতে আনা হয়। এ সময় নিহতের স্বজনসহ প্রতিবেশিদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। শনিবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র নিহতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় নিহতের স্বজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভারতে নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষণ নিয়ে কেওক্রাডং পর্বতে ওঠার মাধ্যমে রেশমা পর্বত অভিযান শুরু করেন। তিনি আশপাশের দেশের পবর্ত পাড়ি দিয়েছেন। রেশমা এভারেস্টের চূড়ায় ওঠার প্রস্ততি নিচ্ছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস রেশমার চূড়ায় ওঠার স্বপ্ন বিচুর্ণ হয় সড়কে । সকলকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার স্বজনরা রেশমার মৃত্যূকে দুর্ঘটনা বলতে রাজি নন। এটি হত্যাকান্ড। তারা রেশমা হত্যার বিচার চান । পরিবারে রেশমা ছিলেন তিন ভাই আর চার বোনের মধ্যে ছোট। সে ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাই-সাইকেল চালানোর সময় ঢাকার সংসদ ভবন এলাকায় মাইক্রোবাসের চাপায় নিহত হন পর্বতারোহী রেশমা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পর্বতারোহী ‘রেশমা’ সমতলেই সমাহিত!"

Leave a comment

Your email address will not be published.


*