শিরোনাম

পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার হবে: আশাবাদ মমতার

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের সব বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই জয়জয়কার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদে প্রচারে তিনি বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্ট নেতাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে ভরাডুবির আগেই তাদের উচিত দেশ ছাড়ার ব্যবস্থা করা।

এসময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিরস্কার করেন। এদিকে প্রথম দফা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে।

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানে বিধানসভার ৩১টি আসনে সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটের প্রচারে বিরোধীদল বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি দলীয় প্রচারে পশ্চিমবঙ্গে এসে তৃণমূল সভানেত্রীকে একহাত নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এর জবাবে এবার মোদিকে বাঁহাতি বলে তিরস্কার করেন মমতা।

এদিকে তৃণমূল নেতা খুন হওয়া নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।  তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন প্রদেশ কংগ্রেস নেতা মানস ভূঁইয়া।

অন্যদিকে নারদা কাণ্ডে দলীয় নেতাদের ঘুষ নেয়ার বিষয়ে তদন্ত কমিশন গঠন করেছে তৃণমূল কংগ্রেস। কমিশন তৃণমূলের অভিযুক্ত সংসদ সদস্য ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত কংগ্রেসের নেতার বিরুদ্ধেও তদন্ত করবে বলেও জানায় তৃণমূল। সম্প্রতি নারদা ডট কমের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে তৃণমূলের ১৩ জন সাংসদ এবং কয়েকজন প্রভাবশালী মন্ত্রীকে ঘুষ নিতে দেখা যায়।

basic-bank

Be the first to comment on "পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার হবে: আশাবাদ মমতার"

Leave a comment

Your email address will not be published.


*