নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে সকল উন্মুক্ত অনুষ্ঠান। একইসাথে অনুষ্ঠানস্থলে নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা বাঁশি।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পহেলা বৈশাখে নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘পহেলা বৈশাখে নিরাপত্তা দিতে সকল উন্মুক্ত অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। দেশের কোথাও বিকাল ৫টার পর খোলা জায়গায় নববর্ষের অনুষ্ঠান করা যাবে না। আর সন্ধ্যা ৬টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গণজমায়েত খালি করতে হবে। মঙ্গল শোভাযাত্রায় কেউ মুখোশ পড়তে পারবে না।
স্বারাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এছাড়া অনুষ্ঠানস্থলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা বাঁশি। অপ্রীতিকর যে কোনো ঘটনা ঠেকাতে অনুষ্ঠানস্থলে থাকবে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও জরুরি অভিযোগ বক্স।’

Be the first to comment on "নববর্ষের অনুষ্ঠান শেষ করতে হবে বিকেলের মধ্যেই"