নিউজ ডেস্ক: দেশে পাঁচ কোটিরও বেশি মধ্যবিত্ত শ্রেণির লোক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার একটি হলে জাদু ডিজিটাল-এর লঞ্চিং প্রোগ্রাম অানুষ্ঠানিক উদ্বোধনের আগে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
আইসিটি সেক্টর থেকে আগামী ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও মন্তব্য করেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, একই সময়ের মধ্যে আইটি পেশাজীবীদের জন্য কালিয়াকৈরসহ সারাদেশে ১২টি আইটি স্পট স্থাপন করা হচ্ছে।
কেবল অপারেটরদেরকে ডিজিটালের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন, সরকার বিজনেসের প্ল্যাটর্ফম তৈরি করেছে। আপনারা দেশের মানুষকে আরো স্বচ্ছভাবে টেলিভিশন দেখাবেন। দেশের গ্রামে গ্রামে এখন থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে গেছে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ৩০ বছর আগের গার্মেন্টস সেক্টরের মতো ২০২১ সাল নাগাদ আমাদের লক্ষ্য ৫ বিলিয়ন ডলার আইসিটি সেক্টর থেকে রফতানি করবো এবং এতে বর্তমানে ১০ লাখ লোক কাজ করছেন। আমরা এ সেক্টরে ২০২১ সাল নাগাদ ১০ লাখের সঙ্গে আরো নতুন যোগ করে ১০ লাখসহ মোট ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করতে চাই।
সে লক্ষ্য বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও পরামর্শে আইসিটি বিভাগ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
পলক বলেন, আমরা দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রফতানিকারক দেশ হয়েছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমরা সবাই কায়িকশ্রম দিচ্ছি, কিন্তু ব্যবস্থাপনার পর্যায়ে যেতে পারিনি। দেশের বাইরে থেকে এসে গার্মেন্টস সেক্টরে নেতৃত্ব দিচ্ছে।
তিনি আরো বলেন, আগামী ৫, ১০ বা ২০ বছরে বাংলাদেশকে আইসিটি সেক্টরে বিশ্বের অন্যতম সফল দেশ হিসেবে তৈরি করতে চাই। তখন একেবারে ফাউন্ডেশন পর্যায় থেকে শুরু করে নেতৃত্ব বা ব্যবস্থাপনা পর্যায়ে প্রতিটি কোম্পানিতে যেন বাংলাদেশের তরুণ-তরুণীরা থাকেন সেটিই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মুর্তজা আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেবল অপারেটর জাদু ডিজিটালের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক এবং নাবিদুল হক।

Be the first to comment on "পাঁচ কোটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি হয়েছে : পলক"