নিউজ ডেস্ক : শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের চেলসি ও টটেনহাম একে অন্যের মুখোমুখি হয়েছিল। তবে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে চেলসি। আর এ পরাজয়ের ফলে মৌসুমে প্রথম হারের মুখ দেখলো টটেনহাম।
চেলসি তাদের নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহামকে আতিথিয়েতা জানায়। তবে খেলার ১১ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে পেদ্রা গোল করলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোলের দেখা পেয়ে যায় চেলসি। আর এই লিডেই শেষ পর্যন্ত জয়ের উৎস হয় চেলসি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
এ জয়ের ফলে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করলো চেলসি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম।
Be the first to comment on "পিছিয়ে পড়েও দাপুটে জয় চেলসির"