শিরোনাম

পুলিশ সুপারের উদ্যোগে লোহাগড়ায় দাঙ্গার গ্রামে শান্তিসভা

লোহাগড়ায় পুলিশ সুপারের উদ্যোগে দাঙ্গার গ্রামে শান্তিসভা নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বিদ্যমান গ্রাম্য কোন্দল নিরসনের লক্ষ্যে শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২মে) বিকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর উদ্যোগে আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শান্তি ও সম্প্রীতির বন্ধন সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, এ্যাডভোকেট আলাউদ্দিন মল্লিক, ইউপি সদস্য হাদিয়ার মল্লিক,রবিউল ইসলাম,কাশেম খান ও নাইচ খান প্রমুখ। সভা শেষে ওই গ্রামের বিবাদমান দু’পক্ষের মাতুব্বর কাশেম খান ও নাইচ খান, একে অপরকে জড়িয়ে কোলাকুলির মাধ্যমে দীর্ঘ দিনের বিরোধ নিরসনে অঙ্গীকারাবদ্ধ হয়। উল্লেখ্য, ১৯৭৫ সালে সিদ্দিক খা খুন হওয়ার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। এতে মজিবুর খা, মানিক খা, নাজিম খা, হাই শেখ ও ধলা সরদারসহ অসংখ্য লোক হত্যার শিকার হয়। এছাড়া বাদশা শেখ ও আজাদ মোল্যাসহ অর্ধ শতাধিক মানুষ পঙ্গুত্ব বরন করে মানবেতর জিবনযাপন করছে। কোন্দলে জড়িয়ে উভয় পক্ষের অন্তত ২৬টি মামলা ১’শ ৩৫ জনের নামে গ্রেফতারী পরোয়ানা চলমান থাকায় পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে ফসলী মাঠে রাত কাটাতেন তারা। মামলা হামলা ঠেকাতে অসংখ্য পরিবার অর্থনৈতিক ভাবে নিঃস্ব হয়েছেন। সন্তানদের মুখে ঠিকমতো দু’মুঠো ভাত ও বিদ্যালয়ে পাঠাতে পারেন নাই,অশিক্ষা ও পুষ্টিহীনতায় আগামী প্রজন্ম ধব্বংশের দাড়প্রান্তে বলে জানান কয়েকজন ক্ষতিগ্রস্থ পরিবার। ৪৪ বছরের অশান্ত গ্রামে শান্তীর উদ্যোগ গ্রহন করায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বিদ্যমান গ্রাম্য কোন্দল নিরসনের লক্ষ্যে শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২মে) বিকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর উদ্যোগে আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শান্তি ও সম্প্রীতির বন্ধন সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, এ্যাডভোকেট আলাউদ্দিন মল্লিক, ইউপি সদস্য হাদিয়ার মল্লিক,রবিউল ইসলাম,কাশেম খান ও নাইচ খান প্রমুখ। সভা শেষে ওই গ্রামের বিবাদমান দু’পক্ষের মাতুব্বর কাশেম খান ও নাইচ খান, একে অপরকে জড়িয়ে কোলাকুলির মাধ্যমে দীর্ঘ দিনের বিরোধ নিরসনে অঙ্গীকারাবদ্ধ হন।
উল্লেখ্য, ১৯৭৫ সালে সিদ্দিক খা খুন হওয়ার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। এতে মজিবুর খা, মানিক খা, নাজিম খা, হাই শেখ ও ধলা সরদারসহ অসংখ্য লোক হত্যার শিকার হয়। এছাড়া বাদশা শেখ ও আজাদ মোল্যাসহ অর্ধ শতাধিক মানুষ পঙ্গুত্ব বরন করে মানবেতর জিবনযাপন করছে। কোন্দলে জড়িয়ে উভয় পক্ষের অন্তত ২৬টি মামলা ১’শ ৩৫ জনের নামে গ্রেফতারী পরোয়ানা চলমান থাকায় পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে ফসলী মাঠে রাত কাটাতেন তারা। মামলা হামলা ঠেকাতে অসংখ্য পরিবার অর্থনৈতিক ভাবে নিঃস্ব হয়েছেন। সন্তানদের মুখে ঠিকমতো দু’মুঠো ভাত ও বিদ্যালয়ে পাঠাতে পারেন নাই,অশিক্ষা ও পুষ্টিহীনতায় আগামী প্রজন্ম ধব্বংশের দাড়প্রান্তে বলে জানান কয়েকজন ক্ষতিগ্রস্থ পরিবার। ৪৪ বছরের অশান্ত গ্রামে শান্তীর উদ্যোগ গ্রহন করায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পুলিশ সুপারের উদ্যোগে লোহাগড়ায় দাঙ্গার গ্রামে শান্তিসভা"

Leave a comment

Your email address will not be published.


*