নিউজ ডেস্ক : চার বছর ধরে নিজের মেয়েকে ক্রমাগত ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলার পিম্পলনার গ্রামের। এর ফলে মেয়েটি ৩ বার অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে বলে খবর স্থানীয় সূত্রে। অভিযুক্ত বাবার নাম গোমা ডোংগারে ভাবরে (৪৫)। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরী মেয়েটি বর্তমানে হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ঝুপড়িতে থাকত বাবা ও মেয়ে। প্রতিবন্ধীর হওয়ার পাশাপাশি মানসিক সমস্যাও ছিল মেয়েটির। সেই সুযোগ নিয়েই দিনের পর দিন কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পুলিশের দাবি, স্থানীয়রা একদিন বিষয়টি দেখে ফেলে। তারাই পুলিশকে খবর দেয়। অভিযুক্ত গোমা ভাবরেকে জেরা করছে পুলিশ। মেয়েটিকেও সুস্থ করে তোলার চেষ্টা চলছে। – সূত্র : ইনাডুবাংলা
Be the first to comment on "প্রতিবন্ধী মেয়েকে যৌন নির্যাতন! বাবা গ্রেপ্তার"