শিরোনাম

প্রতিবাদের মুখে সুচির ইন্দোনেশিয়া সফর বাতিল

নিউজ ডেস্ক : মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা নিধনের প্রতিবাদে সু চির বিরুদ্ধে চলছে ইন্দোনেশিয়া জুড়ে বিক্ষোভ। সোমবার তাই সু চি ইন্দোনেশিয়া সফর বাতিল করতে বাধ্য হন। রোহিঙ্গা হত্যা বন্ধে কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন মিয়ানমারের এই নেত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়েল একজন মুখপাত্র কিয়াও জাইয়া ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়াতে চলমান বিক্ষোভের কারণে সু চির এই সফর স্থগিত করা হয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিয়ানমারের দূতাবাসে হামলা পরিকল্পনাকারীদের আটক করে। এ ছাড়া রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও ক্রমাগত নিপীড়নের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় মিয়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ করে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

গত ৯ অক্টোবর থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে। তারা নারী ধর্ষণ, হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। জাতিসংঘ এটিকে জাতিগত হত্যা বলে উল্লেখ করেছে। তবে চলমান পরিস্থিতি নিয়ে নোবেলজয়ী সু চির নীরবতাকে অনেকেই হত্যার নীরব সমর্থন হিসেবেই দেখছেন। অনলাইনে সু চির নোবেল ফিরিয়ে নেওয়ার উদ্দেশে পিটিশনে সাইন করেছেন অনেকেই।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "প্রতিবাদের মুখে সুচির ইন্দোনেশিয়া সফর বাতিল"

Leave a comment

Your email address will not be published.


*