শিরোনাম

প্রথম দিনেই ‘ডিয়ার জিন্দেগি’র ৮.‌৭৫ কোটি টাকা

নিউজ ডেস্ক : ভারতে নোট মন্দার বাজারেও ভালই শুরু করল ‘ডিয়ার জিন্দেগি’। প্রথম দিনেই ৮.‌৭৫ কোটি টাকার বানিজ্য করল গৌরি শিন্ডে পরিচালিত শাহরুখ–আলিয়া অভিনীত এই ছবি। গোটা ভারতে মোট ১২০০ টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পেয়েছিল ডিয়ার জিন্দেগি।

কিন্তু কয়েকদিন আগেই নোট বাতিল হয়েছে দেশ জুড়ে। ব্যাংক থেকে এখনও টাকা পাওয়া যাচ্ছে না ততটা। তাই আশঙ্কা ছিল, ছবি ভাল হলেও শেষ পর্যন্ত বাজার থেকে তেমন টাকা তুলতে পারবে না ছবিটি। কিন্তু প্রথমদিন দেখে মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই ভাল ব্যবসা করবে ডিয়ার জিন্দেগি।

এছাড়াও বিদেশে প্রায় ৮০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। হিসাবে দেখা গেছে ভারতে যে সমস্ত হলে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় তার সবকটিতেই এক্কেবারে সকালের শো–তে প্রায় ৪৫ শতাংশ আসনই ভর্তি ছিল।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "প্রথম দিনেই ‘ডিয়ার জিন্দেগি’র ৮.‌৭৫ কোটি টাকা"

Leave a comment

Your email address will not be published.


*