নিউজ ডেস্ক : প্রথম দিনেই দেশ-বিদেশ মিলিয়ে ৩৫০ কোটি টাকার ব্যবসা করল রজনীকান্তের ‘কাবালি’। মুক্তির আগেই ২০০ কোটি ছিল, এক দিনের মধ্যেই আরও ১৫০ কোটি যোগ হল। তামিলনাড়ুতেই ব্যবসার পরিমাণ ১৫০ কোটি টাকা। দেশের বাকি রাজ্যে ১০০ কোটি। তিন দিনের মধ্যেই ছবির আয় ৫০০ কোটি ছাড়াবে, আশা প্রযোজকদের।
সূত্র: আজকাল
Be the first to comment on "প্রথম দিনেই ৩৫০ কোটিতে ‘কাবালি’!"