নিউজ ডেস্ক :ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার মিয়া পাড়া সড়কে পৌরসভার দুই পরিছন্নতা কর্মীকে আজ শুক্রবার ভোরে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত ব্যক্তিরা হলো কিশোর জমাদ্দারের পুত্র মানিক জমাদ্দার ও সন্তোষ জমাদ্দারের পুত্র ভরত জমাদ্দার। এ খুনের ঘটনাকে কেন্দ্র করে বিচার দাবী করে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে সুইপার কলোনীর বাসিন্দারা।
সুইপার কলোনীর বাসিন্দারা জানান, ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী মানিক ও ভরত প্রতিদিনের মতো ভোরে কাজে বের হয়। আনুমানিক ভোর চারটার দিকে দুবৃত্তরা তাদের উপর হামলা চালায়। রামদা দিয়ে কুপিয়ে দুজনকেই হত্যা করে লাশটি রাস্তায় ফেলে রাখে।
এ খুনের ঘটনা জানতে পেরে শত শত পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় নেমে আসে। এসময় তারা শহরের প্রধান সড়ক আলীপুরের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে র্যাব পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনরত বিক্ষোভকারীরা জানিয়েছেন, এ জোড়া খুনের সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে তারা তাদের কাজ বন্ধ রাখবে। নিহত দুইজনের বাড়ী শহরের আলীপুর এলাকার বান্ধবপল্লী এলাকায়। কি কারনে এ খুনের ঘটনা ঘটেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, এ খুনের সাথে যারাই জড়িত রয়েছে তাদের দ্রুতই খুজে বের করা হবে।

Be the first to comment on "ফরিদপুর পৌরসভার ২ পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা"