নিউজ ডেস্ক : ”ও তো একজন কৃষ্ণাঙ্গ। ওর কোন অধিকার নেই একজন শ্বেতাঙ্গ মেয়েকে চুমু খাওয়ার।” কথাগুলো বলার সময় হাসছিলেন ড্যানিয়েল রোয়ে নামের এক অপরাধী। তিনিই এক প্রেমিক যুগলের ওপর হামলা চালান। ওয়েশিংটনে এক বারের বাইরে দাঁড়িয়ে এক শ্বেতাঙ্গ মেয়েকে চুম্বন করছিলেন আফ্রো-আমেরিকান ভদ্রলোক। সেই ভদ্রলোককে ঠিক ফর্সা বলা যায় না। তাই রাগ হয় হামলাকারীর।
ব্যাপারটা মেনে নিতে পারেনি ড্যানিয়েল। পকেট থেকে ছুরি বের করে ড্যানিয়েল ঝাঁপিয়ে পড়ে প্রেমিক-প্রেমিকার ওপর। প্রেমিকের পায়ে বারবার ছুরির আঘাত করার পর, ঝাঁপিয়ে পড়ে প্রেমিকার ওপর। প্রেমিকই ড্যানিয়েলকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। বর্ণবিদ্বেষী এই হামলাকারীকে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নানা জায়গায় দেখা গিয়েছে।
সূত্র: জি নিউজ
Be the first to comment on "ফর্সা মেয়েকে চুমু খাওয়ায় প্রেমিককে ছুরিকাঘাত"