শিরোনাম

ফিলিপাইনে বন্দুকযুদ্ধে ১২ জঙ্গি নিহত

নিউজ ডেস্ক : ফিলিপাইনে জঙ্গি সংগঠন আবু সায়েফ গ্রুপের (এএসজি) সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধে ১২ জন নিহত হয়েছেন। নিহত সবাই গ্রুপটির সদস্য বলে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

নিহতদের মধ্যে সংগঠনটির শীর্ষ পর্যায়ে নেতা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সময় শুক্রবার (২৬ আগস্ট) সকালে দেশটির পাটিকুল এলাকায় এ ঘটনা ঘটে শনিবার (২৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

আবু সায়েফ গ্রুপের মুখপাত্র আবু রামি দাদের গ্রুপের ১২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা আরনেল দেলা ভেগা জানান, প্রায় ১৪ ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে ১৭ সেনা সদস্য আহত হয়েছেন।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফিলিপাইনে বন্দুকযুদ্ধে ১২ জঙ্গি নিহত"

Leave a comment

Your email address will not be published.


*