শিরোনাম

ফিলিপাইনে সংঘর্ষে ১৮ সৈন্য ও ৫ জঙ্গি নিহত

নিউজ ডেস্ক :  ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে ১৮ সৈন্য ও মরক্কোর এক নাগরিকসহ আবু সায়েফ গেরিলা গোষ্ঠীর ৫ মুসলিম চরমপন্থী নিহত হয়েছে। রোববার এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন।
অঞ্চলটির সামরিক মুখপাত্র মেজর ফাইলমোন তান বলেন, বাসিলান দ্বীপে শনিবার ৪ সৈন্যের শিরোশ্চেদ করা হয়েছে। এ সময় সৈন্যদের সঙ্গে প্রায় একশ যোদ্ধার তুমুল সংঘর্ষ ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি আবু সায়েফের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ।’ পর পর বেশ কয়েকটি বিদেশীকে অপহরণের পর এই অভিযান শুরু করা হয়েছে।
শুক্রবার আবু সায়েফের কবল থেকে অপহৃত ইতালির এক অবসরপ্রাপ্ত ধর্ম যাজককে মুক্তির পর পরই এই সংঘর্ষ শুরু হয়। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে ওসামা বিন লাদেনের জঙ্গি সংগঠন আল-কায়েদা নেটওয়ার্কের অর্থে গোষ্ঠীটি গঠিত হয়। সম্প্রতি গোষ্ঠীটির নেতারা ইসলামিক স্টেট সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

basic-bank

Be the first to comment on "ফিলিপাইনে সংঘর্ষে ১৮ সৈন্য ও ৫ জঙ্গি নিহত"

Leave a comment

Your email address will not be published.


*