ফ্রান্সে ট্রাক হামলার ‘দায় স্বীকার’ আইএসের

নিউজ ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক তুলে দেওয়ার ঘটনার ‘দায় স্বীকার’ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার আইএসের পক্ষ থেকে নিস শহরে হত্যাকাণ্ডের ‘দায় স্বীকার’ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পর পরই চালানো এ হামলায় নিহত হয়েছেন শিশুসহ ৮৪ জন। আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি। গুলিতে চালক নিহত হওয়ার পর ট্রাকটির ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিস শহরের প্রমনেদ দেস অঁলেতে বাস্তিল দিবস উপলক্ষে আতশবাজি প্রদর্শনী উপভোগ করতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে প্রদর্শনী শেষ হওয়ার পর একজন চালক একটি ভারী ট্রাক দ্রুত গতিতে জনতার ওপর তুলে দেন। জনতার মধ্য দিয়ে ট্রাকটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফ্রান্সে ট্রাক হামলার ‘দায় স্বীকার’ আইএসের"

Leave a comment

Your email address will not be published.


*