শিরোনাম

বদলে যাচ্ছে সৌদির অর্থনীতি

নিউজ ডেস্ক: সৌদি আরবের অর্থনীতি বদলে যাওয়ার পথে। তেল নির্ভর দেশটির অর্থনীতিতে ব্যাপক সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই প্রস্তাবনার মধ্য দিয়ে তেল বিক্রির ওপর দেশটির নির্ভরশীলতার অবসান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। খবর বিবিসির।

দেশটির আয়ের প্রায় ৭০ ভাগই আসে জ্বালানি তেল থেকে। কিন্তু বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় দেশটির অর্থনীতি চাপের মুখে পড়েছে। আর একারণেই সৌদি চাইছে তেলের ওপর নির্ভরশীলতা কমাতে। রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল সংস্থা আরামকোর শেয়ার বিক্রি করে একটি আর্থিক তহবিল গঠনের পরিকল্পনা করছে সৌদি।

এই পরিকল্পনা সম্পর্কে দেশটির উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে ভিশন-২০৩০ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তার দেশ তেল সম্পর্কে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। ২০২০ সালের মধ্যে তেলের ওপর নির্ভরশীলতার অবসান ঘটানো হবে।

যেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে সম্পর্কেও কিছুটা ধারণা দিয়েছেন সালমান। এ সম্পর্কে তিনি বলেন, আরামকোর ৫ ভাগ শেয়ার বিক্রি করা হবে। এই শেয়ারের মূল্য ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। শেয়ার বিক্রি থেকে যে তহবিল গঠিত হবে তার আকার হবে দুই ট্রিলিয়ন ডলার। শুধু তাই নয় দেশটি নতুন ভিসা প্রথা চালু করবে। এর মাধ্যমে মুসলমান এবং আরবরা সৌদিতে দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন। খনি এবং সমরাস্ত্র প্রস্তুত খাতে আরো বিনিয়োগ বাড়ানো হবে এবং কাজের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানো হবে।

সৌদির অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর। আর একারণে তেলের দাম বাড়া-কমার সঙ্গে দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করবে দেশটি।

basic-bank

Be the first to comment on "বদলে যাচ্ছে সৌদির অর্থনীতি"

Leave a comment

Your email address will not be published.


*