নিউজ ডেস্ক : দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের জন্মদিন আজ। বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের জীবন অত্যন্ত বর্ণাঢ্যময়। বাংলাদেশের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি ছিলেন। পরে রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রেস সচিবের দায়িত্বও পালন করেন তিনি।
সাংবাদিক তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি তৎকালীন বিভিন্ন পত্রিকায় সমকালীন ইস্যু নিয়ে লেখালেখি করতেন। তবে ১৯৫৫ সালে প্রগতিশীল পত্রিকা ‘সংবাদ’-এ সাব-এডিটর হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর ওই পত্রিকার বার্তা সম্পাদক, ১৯৬৪ সালে ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকার চীফ সাব-এডিটর এবং পরবর্তীতে বার্তা সম্পাদক নিযুক্ত হন। ১৯৭১ সালে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক তোয়াব খানের লেখনী ও উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো `পিন্ডির প্রলাপ`।
বাংলাদেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন ১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান। সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য এ বছর তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

Be the first to comment on "বরেণ্য সাংবাদিক তোয়াব খানের জন্মদিন আজ"