শিরোনাম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে

নিউজ ডেস্ক : সৌদি আরব, লেবাননের পর এবার শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে।
বাংলাদেশের জনশক্তি রফতানি খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।খবর সময় টিভির।
জানা যায়, মালয়েশিয়া সরকার এই প্রক্রিয়া চূড়ান্ত করতে কাজ করছেন।
এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম জানায়, মালয়েশিয়ার পক্ষ থেকে জনশক্তি আমদানির ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কর্মী পাঠাতে সরকার প্রস্তুত।
উল্লেখ্য, ২০০৮-২০১২ পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক নেয়া বন্ধ ছিল। এরপর ২০১২ সালে সরকারি পর্যায়ে প্রায় ১০ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ মালয়েশিয়া সম্মত হয়। কিন্তু এসময় মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায় মাত্র দশ হাজার কর্মী।
এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর ২০১৬ সালের ১৮ ই ফেব্রুয়ারি ঢাকায় দু’দেশের মধ্যে আবারও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় মাত্র একদিনের ব্যবধানে সব দেশ থেকেই কর্মী নেয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার।
জনশক্তি রফতানিকারক মোহাম্মদ গিয়াস উদ্দিন বাবুল বলেন, নতুন অনলাইনের মাধ্যমে একটা পদ্ধতি চালু করার জন্য মালয়েশিয়া সারা পৃথিবী থেকে কর্মী নেয়া বন্ধ করেছিল। সেই পদ্ধতিটি এখন দেশটি আপডেট করেছে। বাংলাদেশের কর্মী নেয়ার জন্য মালয়েশিয়া আবেদন করেছে। আর আমরা এখন অপেক্ষায় আছি কবে দেশটি তাদের নতুন পদ্ধতি চালু করবে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার বাজারে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। চাহিদামত কর্মী পাঠাতে নতুন ডাটাবেজ তৈরির পাশাপাশি পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সরকারকে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই কর্মী পাঠাতে প্রস্তুত রয়েছে সরকার। চূড়ান্ত ঘোষণার আগে কারো সাথে অর্থ লেনদেন না করতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে"

Leave a comment

Your email address will not be published.


*