নিউজ ডেস্ক : শেষমেশ বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সূচি অনুযায়ী টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে আফগানরা। আর তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওডিআইটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর।
এদিকে বাংলাদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করার পর বেশ উচ্ছ্বসিত আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ। প্রথমবারের মতো আমরা বাংলাদেশ সফরে যাবো। এটা সত্যিই আনন্দের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড বাংলাদেশে আসবে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে। ইসিবির ঘোষণা থেকে পাওয়া আনন্দের রেশ কাটতে না-কাটতেই শোনা গেল আরেকটি সুখবর। ইংল্যান্ড আসার আগে আগামী মাসে বাংলাদেশ দলের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলতে আসছে আফগানিস্তান ক্রিকেট দলও।
Be the first to comment on "বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ"