বাংলাদেশ সফর নিয়ে ‘কিছু প্রশ্ন’ আছে প্লাঙ্কেটের

নিউজ ডেস্ক : লিয়াম প্লাঙ্কেট ইংল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত সদস্য। আসন্ন বাংলাদেশের সফরে ইংল্যান্ডের সীমিত ওভারের দলে তার থাকারই কথা। কিন্তু বাংলাদেশ সফর নিয়ে এই অলরাউন্ডারের মনে ‘কিছু প্রশ্ন’ আছে। এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এই ইংলিশ নিজের পরিবারের সাথে কথা বলে নিতে চান।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা দল বাংলাদেশ সফরে হুমকি দেখছে না। তাদের রিপোর্ট পেয়ে ইসিবিও নিরাপত্তা নিয়ে নিশ্চিত। তাই সেপ্টেম্বরের শেষে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে। কিন্তু কোনো খেলোয়াড়কে তারা সফর করতে বাধ্য করবে না। কারো আপত্তি থাকলে তিনি না আসতেও পারেন। সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। যদিও ব্যাটসম্যান জস বাটলার ও অ্যালেক্স হেলস পুরোপুরি সংশয়মুক্ত নন সফর নিয়ে।

“সেদিন মিটিংয়ে যা বলা হয়েছে তা সবাইকে হজম করতে হচ্ছে। সিরিজের ব্যাপারে আমাকে আরেকটু ভাবতে হবে। আমি হয়তো আরো কিছু মানুষের সাথে কথা বলবো। এই সিরিজের ব্যাপারে আরেকবার ভাববো।” ৪১ ওয়ানডেতে ৫৮ উইকেট নেওয়া এবং ৪৪৫ রান করা প্লাঙ্কেট বলেছেন, “বিশ্বের সব জায়গায় সমস্যা আছে। তবে আমি আমার পরিবারের সাথে কথা বলতে চাই। ভালো ভাবে ভাবতে চাই। তারপরই সিদ্ধান্ত নেব।”

২০১০ সালে ইংল্যান্ড শেষবার পূর্ণ সফরে বাংলাদেশে এসেছিল। তখন দলে ছিলেন প্লাঙ্কেট। ৩১ বছরের এই ইংলিশ তবু পুরো নিশ্চিত হয়েই সফরে আসতে চান এবার, “বাংলাদেশের আবহ আমার জানা। উপমহাদেশে আমি অনেক সফর করেছি। তাই আমার কিছু প্রশ্নের জবাব পাওয়া বাকি আছে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাংলাদেশ সফর নিয়ে ‘কিছু প্রশ্ন’ আছে প্লাঙ্কেটের"

Leave a comment

Your email address will not be published.


*