বাগদাদে আইএসের বোমা হামলায় নিহত বেড়ে ১২০

নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আইএসের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এ ছাড়া আরও ২০০ জন আহত হয়েছেন। ঈদ উপলক্ষে সবাই কেনাকাটায় ব্যস্ত থাকা অবস্থায় এ বিস্ফোরণ ঘটে। রবিবার চালানো এ হামলার দায় স্বীকার করে আইএস একটি বিবৃতি দিয়েছে। হামলাটি আত্মঘাতী বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন সমর্থিত ইরাকি বাহিনী আইএসের কাছ থেকে ফালুজা পুনরুদ্ধার করার পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। ইরাকি বাহিনীর জন্য ফালুজা ছিল বড় অর্জন এবং আইএসের জন্য বড় ক্ষতি।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, ফালুজার কারণেই এ হামলা হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে স্থানীয় জনগণ ক্ষোভে তার গাড়িবহরে পাথর ও বোতল নিক্ষেপ করে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাগদাদে আইএসের বোমা হামলায় নিহত বেড়ে ১২০"

Leave a comment

Your email address will not be published.


*