বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর খোঁজ-খবর নিতে তার বাড়ি ছুঁটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল। বুধবার বিকেলে বাঘারপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্বর্ণপট্রি এলাকায় ওই যুবকের বাড়িতে যান তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে আক্রান্ত যুবক ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন কাজল। একই সাথে পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং সাহস যোগান তিনি। যে কোন পরিস্থিতিতে সবসময় ওই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আর্থিক সহায়তা প্রদান করেন।
গত ২৮ এপ্রিল খুলনা বিএল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং বাঘারপাড়া পৌরসভার মহিরণ স্বর্ণপট্রি এলাকার বাসিন্দা ওই যুবকের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। সে সময় ওই যুবকের বাড়িসহ আশ-পাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। এর আগে গত ২৬ এপ্রিল প্রথম এ উপজেলার পশ্চিমা গ্রামের বাসিন্দা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শরীরেও করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।
Be the first to comment on "বাঘারপাড়ায় করোনা আক্রান্ত যুবকের পাশে উপজেলা চেয়ারম্যান"