শিরোনাম

বাতিল নোট নিতে না চাওয়ায় কিশোরীকে ধর্ষণ

নিউজ ডেস্ক : নোট বাতিলের পর গোটা ভারত জুড়েই নানা ঘটনা ঘটছে৷ তবে তা সবই সাধারণ মানুষের ভোগান্তির ছবি৷ সে সবের মধ্যেই নজিরবিহীন এক ঘটনা ঘটল বরেলির বদায়ুনে৷ বাতিল ৫০০ টাকার নোট নিয়ে কথা কাটাকটি হয় এক ব্যাক্তির সঙ্গে তারই প্রতিবেশীর সাথে৷ তার জের ধরে ধর্ষণ হতে হল ওই ব্যাক্তির মেয়েকে৷ বদায়ুনের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

পুলিশ সূত্র হতে জানা যায়, ওই কিশোরীর পরিবার ঘুঁটে বিক্রি করেছিল তিন প্রতিবেশীকে৷ তার দাম হিসেবে পুরনো ৫০০ টাকার নোট দিতে চায় তারা৷ প্রত্যাশিতভাবেই সে নোট নিতে অস্বীকার করেন কিশোরীর বাবা৷ সে নিয়ে বেশ খানিকটা ঝামেলাও হয়৷ এরপর ওই কিশোরীর মা-বাবা জরুরি দরকারে হাসপাতালে যান৷ সে সময় কিশোরীটি বাড়িতে একলাই ছিল৷ এরই সুযোগ নিয়ে যৌন হেনস্তা করা হয় কিশোরীর৷

জানা যায়, অভিযুক্ত নবম শ্রেণির ছাত্র৷ ওই কিশোরীকে বাড়ি থেকে একটু দূরে ডেকে নিয়ে যায় সে৷ তারপরই ধর্ষণ করে ওই নাবালিকাকে৷ রাতে মা-বাবা বাড়ি ফিরলে পুরো ঘটনা জানায় নির্যাতিতা৷ এরপরই মামলা দায়ের করা হয়৷

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাতিল নোট নিতে না চাওয়ায় কিশোরীকে ধর্ষণ"

Leave a comment

Your email address will not be published.


*