নিউজ ডেস্ক : রাজধানীর বারিধারায় ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) তার ভাইয়ের বাসায় কবি শহীদ কাদরীর মরদেহ নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কবির মরদেহ নিয়ে তার স্ত্রী নীরা কাদরী, কবিপুত্র আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি বারিধারার উদ্দেশে রওয়ানা হন।
তাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা। জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, কবিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাংলা একাডেমিতে নেওয়ার কথা থাকলেও সেখানে নেওয়া হচ্ছে না। বেলা ১১টায় সরাসরি শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন।
Be the first to comment on "বারিধারায় কবি শহীদ কাদরীর মরদেহ"