শিরোনাম

বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক : গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে ডেকে নেয়ার দীর্ঘ সময় পর অবশেষে শ্বশুরের বনশ্রীর বাসায় ফিরেছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাকে সহকর্মীরা ডেকে নেয়ার পর শনিবার বিকেল ৪টার দিকে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মুঠোফোনে সাংবাদিকদের এ তথ্য জানান এসপি বাবুল আক্তার নিজেই।

তিনি আরো জানান, তাকে গ্রেফতার করা হয়নি। তার স্ত্রী হত্যার মামলার তদন্তের বিষয়ে ‘আলোচনা করতে’ই তাকে ডেকে নেয়া হয়েছিল। তিনি বলেন, আমাকে গ্রেফতার করা হয়নি। যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। তবে তাকে কোথায় ডেকে নেয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি পুলিশের এ কর্মকর্তা।

বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার"

Leave a comment

Your email address will not be published.


*