শিরোনাম

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাত যুগ্ম-মহাসচিব ও আট সাংগঠনিক সম্পাদক পদে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ নাম ঘোষণা দেন।

বিএনপির যুগ্ম মহাসচিবরা হলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদকরা হলেন- ঢাকায় ফজলুল হক মিলন, চট্রগ্রামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান মিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স ও ফরিদপুরে শ্যামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলররা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ সব কমিটি গঠনের ক্ষমতা দেন। সেই ক্ষমতার ভিত্তিতেই তিনি এসব পদে মনোনয়ন দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*