নিউজ ডেস্ক: মুদ্রা পাচার মামলায় বিচারককে ‘প্রভাবিত করে’ বিএনপি নেতা তারেক রহমান নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে তারেকের খালাসের রায় বাতিল করে সাজা হওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “ওই রায়ের দু’দিন পর পরিবার-পরিজন নিয়ে জজ সাহেব মালয়েশিয়ায় পালিয়ে যান। আসার অনুরোধ করার পরেও, এমনকি চাকরি থেকে নোটিস দেওয়ার পরও আজ পর্যন্ত ফিরে আসেননি।” ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।
খালাসের সেই রায় বাতিল করে বৃহস্পতিবার হাই কোর্ট বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়। পাশাপাশি মামুনের কারাদণ্ড বহাল রাখা হয়।
Be the first to comment on "বিচারককে প্রভাবিত করে খালাস পেয়েছিলেন তারেক: আইনমন্ত্রী"