বিজ্ঞান প্রমাণ করলো কুকুর বোঝে মানুষের কথা

নিউজ ডেস্ক :  বিশ্বাস করুন বা নাই করুন, এটাই সত্য যে কুকুর মানুষের উচ্চারিত বিভিন্ন শব্দ ও স্বরভঙ্গির অর্থ বুঝতে পারে। নতুন এই গবেষণায় বলা হয়, এসব বুঝতে কুকুরের মস্তিষ্কের যে অংশটি কাজ করে, একই ধরনের অংশ মানুষের মস্তিষ্কেও কাজ করে থাকে।

হাঙ্গেরির ইয়টভস লোরান্ড ইউনিভার্সিটির গবেষক অ্যাটিলা অ্যান্ডিক্স জানান, ভাষার চর্চায় হাজার হাজার শব্দ শেখার বিষয়টি মানুষের কোনো অনন্য বৈশিষ্ট্য নয়। বরং শব্দ শুনে তার অর্থ বুঝে ওঠার বিষয়টি প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে প্রোথিত হয়েছে।

গবেষকরা জানান, তবে একের পর এক শব্দ উদ্ভাবন মানুষকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। মানুষের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে শব্দ। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে এমন স্পষ্ট শব্দের ব্যবহার অন্যান্য প্রাণীর মধ্যে পাওয়া যায় না।

মুখের কথাকে অর্থপূর্ণ করতে স্বরের তারতম্য বিশেষ ভূমিকা রাখে। উচ্চ ও নিম্ন মাত্রার স্বরে একেক অর্থ প্রকাশ করতে পারে মানুষ। এই স্বরের পার্থক্য ও পরিষ্কারভাবে উচ্চারিত শব্দের প্রয়োগে মানুষ তার ভাষার প্রয়োগ ঘটায়।

এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ জার্নালে। অ্যান্ডিক্স এবং তার সহকর্মীরা আবিষ্কার করেছেন যে, কুকুর একই উপায়ে শব্দ ও স্বরভঙ্গির পার্থক্য ধরতে পারে।

কুকুরকে প্রশিক্ষণ দেওয়া যায়। এ সময় তারা প্রশিক্ষকের উচ্চারিত বিভিন্ন শব্দ এবং স্বরের তারতম্য বিচার করে নির্দেশ গ্রহণ করে। যেমন- প্রশিক্ষক আদরের শব্দ উচ্চারণ করেন আদরের ভঙ্গীতে। আবার আদরের শব্দ উচ্চারণ করেন নিরপেক্ষ ভঙ্গীতে। আবার নিরপেক্ষ শব্দ উচ্চারণ করেন নিরপেক্ষ ভঙ্গীতে।

এসব শব্দ ও স্বরের তারতম্য কুকুরের মস্তিষ্কে কিভাবে কাজ করে তা বুঝতে এমআরআই করেন বিজ্ঞানীরা। এতে দেখা যায়, স্বরের পার্থক্য ছাড়াও কুকুর মানুষের উচ্চারিত শব্দ বুঝতে পারে। এক শব্দের সঙ্গে অন্য শব্দের পার্থক্যও ধরতে পারে। মস্তিষ্কের বাম গোলার্ধকে কাজে লাগিয়ে এ কাজ করে কুকুর, ঠিক যা ঘটে মানুষের মস্তিষ্কে।

আবার মানুষের মতোই মস্তিষ্কের দক্ষিণ গোলার্ধ ব্যবহার করে একই শব্দের ভিন্ন ভিন্ন স্বরভঙ্গিও ধরতে পারে কুকুর।

আবার মানুষের মতোই, শব্দ উচ্চারণের পর তার অর্থ এবং স্বরভঙ্গির পার্থক্য বিচার করেই কুকুর ধরতে পারে তাকে পুরস্কৃত করা হচ্ছে কি না।

অর্থাৎ, মানুষের কথা বোঝে কুকুর। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিজ্ঞান প্রমাণ করলো কুকুর বোঝে মানুষের কথা"

Leave a comment

Your email address will not be published.


*