শিরোনাম

বিশেষ মূল্য ছাড়ে লেনোভো ল্যাপটপ

নিউজ ডেস্ক : ইয়োগা ৫০০’ মডেলের ল্যাপটপের বিশেষ মূলছাড় ঘোষণা করেছে অন্যতম ব্র্যান্ড লেনেভো। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড দেশের গ্রাহকদের জন্য এই মূল্যছাড় দিয়েছে বলে জানিয়েছে।
শুধু মূল্যছাড়ই নয়, নতুন দামে উক্ত মডেলের ল্যাপটপটি ক্রয়ে টোটোলিঙ্কের একটি রাউটারও উপহার হিসেবে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। পাশাপাশি এক বছরের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

‘ইয়োগা ৫০০’ মডেলের ল্যাপটপটির ডিজাইনেও রয়েছে বিশেষ আকর্ষন। রয়েছে অত্যাধুনিক সব ফিচার। এটির ব্যবহারকারীরা স্ট্যান্ড, টেস্ট ও ট্যাবলেটের মতো মোট চারভাবে মাল্টিপল ব্যবহারের সুবিধা পাবেন। রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে। এটি উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান অপারেটিং সিস্টেমে চলবে।

কোর আই থ্রি প্রসেসরের ল্যাপটিতে রয়েছে ফোর জিবি ডিডিআর থ্রি র‍্যাম। মিউজিক উপেভোগ করতে এতে রয়েছে ডলবি মিউজিক সিস্টেম। এছাড়া প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য তো থাকছেই।  দেশের বাজারে লেনোভোর এ মডেলটির আগের মূল্য ৫৫,৫০০ টাকা থাকলেও এর হ্রাসকৃত মূল্যে পাঁচ হাজার টাকা কমে ক্রয় করতে পারবেন গ্রাহকরা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিশেষ মূল্য ছাড়ে লেনোভো ল্যাপটপ"

Leave a comment

Your email address will not be published.


*