শিরোনাম

বিসিএস পরিক্ষায় নিষিদ্ধ হচ্ছে হাত ঘড়ি

নিউজ ডেস্ক : ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে এবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষায় হাত ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে রবিবার জানিয়েছে কমিশন।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমদ জানান, পরীক্ষার হলে দেয়াল ঘড়ির ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ। নিজস্ব ব্যবস্থাপনায় ঘড়ির ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে ক্যালকুলেটর ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয় পিএসসি। ৩৬তম বিসিএসে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঘড়ি ব্যবহারের নিষেধাজ্ঞার তথ্য জানিয়ে পিএসসি জানিয়েছে, বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ। প্রিলিমিনারি টেস্টে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। প্রবেশপত্রের ৪ নম্বর অনুচ্ছেদে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষায় প্রযোজ্য। বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি/ পকেট ঘড়ি/ ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন নিষিদ্ধ করেছে। সময় জানার জন্য পরীক্ষার কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি দেয়া হবে। হলে কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক, ব্যাগ এবং ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্ত হবে। এছাড়া পরীক্ষা বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। পরীক্ষার দিন মোবাইল ফোন, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক এবং ব্যাগ না আনার জন্য সব প্রার্থীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে- বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রিলিমিনারিতে দু’জন পরীক্ষার্থীর দূরত্ব হবে ন্যূনতম তিন ফুট, এক ব্রেঞ্চ বা টেবিলে যাতে দুই জনের বেশি বসতে না পারেন সেজন্য নির্দেশনা দিয়েছে কর্ম কমিশন। বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিসিএস পরিক্ষায় নিষিদ্ধ হচ্ছে হাত ঘড়ি"

Leave a comment

Your email address will not be published.


*