শিরোনাম

‘বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ইসি নিষ্ঠুর আচরণ করছে’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। তবে বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে নির্বাচন কমিশন আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এইচটি ইমাম বলেন, শুধু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নয়, আগামীতে সব ধরনের নির্বাচনে ইসিকে সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন নতুন ভবনে এসেই কাজ শুরু করেছে। এসেই অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই শুধু কুসিক নির্বাচন নয় এদেশে যতগুলো নির্বাচন হবে সবগুলোকে সহযোগিতা করব। ’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের এই নির্বাচন অগ্নিপরীক্ষা না, তবে এটিকে কমিশনের জন্য একটি কঠিন পরীক্ষা। এই নির্বাচন নতুন কমিশনের জন্য প্রথম একটি বড় নির্বাচন। আমরাও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যাতে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। ’

তিনি আরও বলেন, ‘কুমিল্লায় ১৫/১৬ জন প্রিজাইডিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি। ’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ইসি নিষ্ঠুর আচরণ করছে’"

Leave a comment

Your email address will not be published.


*