নিউজ ডেস্ক : জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )।
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মোঃ মশিয়ার রহমানের আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন এই অভিযোগপত্র জমা দেন।
র্যাব-৭ এর চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, অভিযোগপত্রে আইনজীবী শাকিলার পাশাপাশি মোঃ হাসানুজ্জামান ও মাহফুজ চৌধুরীসহ ৩৩ জনকে আসামি করা হয়। পরের দুই আইনজীবী বর্তমানে জামিনে আছেন। সাক্ষী রাখা হয়েছে ৮৩ জনকে।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার পৌর সদরে একটি ছোট মাদ্রাসায় অভিযান চালিয়ে তাত্ত্বিক প্রশিক্ষণকালে জঙ্গি সন্দেহে ১২ জনকে আটক করে র্যাব। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করা হয়। ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পায় র্যাব। ওই সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে বাঁশখালী থানায় দুটি মামলা করে র্যাব। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে তাদের অর্থের জোগানদাতা হিসেবে তিন আইনজীবীর নাম পাওয়া গেলে ১৮ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়।

Be the first to comment on "ব্যারিস্টার শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র"