নিউজ ডেস্ক : ব্যোমকেশ পর্বে একটি স্পেশাল নাচ করবেন সায়ন্তিকা। তাঁকে নাচ শেখানোর মুম্বাই থেকে সরোজ খানকে কলকাতায় উড়িয়ে আনছেন পরিচালক অরিন্দম শীল। বউবাজারে ডান্স সিকোয়েন্সটি শুট করা হবে।
এর আগে, হর হর ব্যোমকেশেও একটি বিশেষ নাচের সিকোয়েন্স ছিল। সেটি নেচেছিলেন বিরজু মহারাজের নাতনি শিঞ্জিনী। ছবিতে মুজরা করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন কনিনীকাও। বারাণসীতে তৈরি হয়েছিল হর হর ব্যেমকেশ। তাই মুজরা সেখানে থাকলে ছবিতে একটা অন্য মাত্রা যোগ হবে, তাই মুজরা রাখার কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু এই প্লট স্বাধীনতার আগে। সে কথা মাথায় রেখে এখানে কলকাতাকে ১৯৪০ সালের মতো করে দেখানো হবে।
নাচের দৃশ্যটিও শুট করা হবে তেমনভাবেই। বউবাজারে হবে শুটিং। গানটি গেয়েছেন উজ্জয়িনী। লিরিক্স লিখেছেন সুতপা বসু। মিউজ়িক ডিরেকশন দিয়েছেন বিক্রম ঘোষ। গানটি ভোজপুরি ধরনের। সায়ন্তিকাকে গানের সঙ্গে নাচ করতে দেখা যাবে। কোরিওগ্রাফ করবেন সরোজ খান। শোনা গেছে, বিক্রম ঘোষই সরোজ খানকে নেওয়ার কথা বলেন। অরিন্দম শীল তাতে রাজি হয়ে যান। এখন গানের রেকর্ডিং চলছে। রেকর্ডিং হয়ে গেলে শুরু হবে শুটিং। তখন টিম ব্যোমকেশের সঙ্গে এসে যোগ দেবেন সরোজ খান।
Be the first to comment on "ব্যোমকেশ পর্বে সায়ন্তিকার বিশেষ নাচ"