নিউজ ডেস্ক : টি২০ বিশ্বকাপ জেতার পরই ব্লকবাস্টার হিট করে ডিজে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানটি। কাপ না জিতলেও, ভারতের অলিতে গলিতেও তার গানের কলির সঙ্গে গলা মিলিয়েছে আজকের জেনারেশন। সোশ্যাল নেটওয়ার্কেও এই গানের হিট দেখলে চোখ কপালে উঠবে আপনার।
তবে এবার আর সিঙ্গলে নয়, বলিউডে সিঙ্গার হিসেবে ডেবিউ করছেন ওয়েস্ট ইন্ডিজের এই সফল ক্রিকেটার। শোনা গিয়েছে, বলিউডের এই অফার একেবারে লুফে নিয়েছেন তিনি। ‘তুম বিন’ সিনেমার সিক্যুয়েলে গায়ক হিসেবে সামনে আসবেন ‘চ্যাম্পিয়ন’। পরিচালক অনুভব সিনহার আসন্ন ছবিতে গান গাওয়ার জন্য ইতোমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে তার। সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়ারির সঙ্গে অনুশীলন করছেন বলিউডে ব্র্যাভোর গলার মডুলেশনের জন্য। এখন অঙ্কিতের কাছে রীতিমতো ছাত্রের মতোন ক্লাস শুরু করেছেন।
একটি জনপ্রিয় চ্যানেলে, সিনেমায় ডেবিউ করা নিয়ে একটি সাক্ষাত্কারে ডোয়েন ব্র্যাভো বলেছেন, ”বলিউডকে আমি ভীষণ ভালোবাসি আর বলিউড ফিল্মে অভিনয় ও গান করাটা আমার কাছে স্বপ্ন ছিল। আমি শুনেছি, ‘তুম বিন’ ছবিটি ইন্ডাস্ট্রিতে কত লাকি ছিল। আমার এই বিনোদনের ইনিংসের জন্য এই সিক্যুয়েলও ভালো কিছু হবে বলে আমি আশা করছি। আমি এখনই দেখতে পাচ্ছি, অনুভব সিনহার সঙ্গে শুটিং করছি।”
তিনি আরও জানিয়েছেন, ”এই সময়টা আমি সত্যিই ভীষণ নার্ভাস আর এক্সসাইটেড। আমি আশা করছি, আমার সিঙ্গল (চ্যাম্পিয়ন)-এর থেকেও এই ছবির গানটি হিট করবে।”
Be the first to comment on "ব্রাভো এবার বলিউডের প্লেব্যাক সিঙ্গার! (ভিডিও)"