বিশ্ব ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেন্তাম বিমানবন্দর এবং একটি মেট্রোস্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালের ওই বিস্ফোরণে আহত হয়েছে আরো বহু মানুষ। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করলেও মেট্রো কর্তৃপক্ষ হতাহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেনি।
প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আবদেসলাম ব্রাসেলস শহর থেকে আটক হওয়ার মাত্র চারদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটল।
বিস্ফোরণের পর বিমানবন্দর টার্মিনালের একটি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিমানবন্দরের বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পরেই মালবেক মেট্রো স্টেশনে হামলা চালানো হয়েছে।
তবে বিস্ফোরণ দু’টির কারণ এখনো জানা যায়নি। বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিমানগুলোর অবতরণও সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। বিমান বন্দরের কাছাকাছি রেল সেবাও বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, জাভেন্তাম দেশটির প্রধান বিমানবন্দর। সেখানে কড়া নিরাপত্তার পরেও এ ধরনের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে ওই বিস্ফোরণের পর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
Be the first to comment on "ব্রাসেলসে বিস্ফোরণে নিহত ১৩"