শিরোনাম

ব্লগার ওয়াশিকুর বাবু হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন।

এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার জানান, কারাগারে থাকা তিন আসামিকে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার আদালতে হাজির করা হয়। বাকি দুজন পলাতক।

আসামিদের মধ্যে জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন বলে জানান ওই আইনজীবী।

পলাতক দুই আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আব্দুল্লাহর পক্ষে মামলা লড়তে আদালতের আদেশে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে।

গত বছরের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ির বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর। তিনি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সরব ছিলেন।

২৭ বছর বয়সী ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে পড়াশোনা শেষ করে মতিঝিলের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের টিপু সুলতানের ছেলে। এই হত্যাকাণ্ডের পর ধাওয়া করে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে মনসুরকে গ্রেফতার করে পুলিশ। আর হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াশিকুর হত্যার কয়েক দিন আগে অস্ত্রসহ যাত্রাবাড়ী থেকে গ্রেফতার সাইফুলকে এ মামলায় গ্রেফতার দেখান হয়।

হত্যাকাণ্ডের পরদিন চার জনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন নিহতের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

এরপর গত বছরের সেপ্টেম্বরে ডিবি আনসারুল্লাহর পাঁচ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে বলা হয়, পলাতক আসামি আব্দুল্লাহ হত্যার পুরো বিষয়টি পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য কাজ করছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণে ৪০ জনকে সাক্ষী করা হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ব্লগার ওয়াশিকুর বাবু হত্যার বিচার শুরু"

Leave a comment

Your email address will not be published.


*