নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অপারেশন ম্যাক্সিমাস শুরু হয়েছে। এরপর পরেই পুলিশ প্রায় দেড়শো রাউন্ড গুলি ছুঁড়েছে বলে জানা গেছে। তবে ভবনের ভেতর থেকে জঙ্গিদের কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনাস্থলে পৌঁছেছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।
মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বড়হাটের এই জঙ্গি আস্তানায় বেশকিছুসংখ্যক জঙ্গি রয়েছে। মঙ্গলবার থেকে আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। বুধবারে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়েছে। কাউন্টার অপারেশন শুরু হয়েছে ধারণা করা হচ্ছে অধিক সংখ্যক জঙ্গি থাকায় এই অপারেশনে শেষ হতে একটু সময় লাগবে। এর আগে বৃহস্পতিবার রাতভর এলাকাটি রেকি করা হয়।
Be the first to comment on "বড়হাট জঙ্গি আস্তানা : ১৫০ রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ"