শিরোনাম

বড়াইগ্রামে খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনিল গোমেজ (৬৫) নামে এক খ্রিষ্টান ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। রবিবার দুপর বনপাড়া খৃষ্টান পল্লীতে এই ঘটনা ঘটে। নিহত সুনিল গোমেজ বনপাড়া খৃষ্টান পল্লীর যোশেফ গোমেজের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি জানায়, প্রতিদিনের মত সুনিল গোমেজ বাড়ী থেকে বের হয়ে সকালে গির্জায় যান প্রার্থনার জন্য। প্রার্থনা সেরে তিনি সকাল ৮টার দিকে বাড়ীর পাশেই মুদি দোকান খুলে বসেন। এরপর বেলা ১২ টার দিকে স্থানীয় ভ্যান চালক দোকানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানের মধ্যে সুনিলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয় ছুটে আসেন। তার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কখন কিভাবে হত্যা করেছে জানাতে পারেনি পুলিশ।
সুনিল গোমেজের মেয়ে স্বপ্না জানান, ষাটোর্ধ্ব এই বৃদ্ধর সাথে তার কোন শত্র“তা ছিলনা। তারপরেও এই ধরণের হত্যাকান্ডে হতবাক তারা।
খ্রিষ্টান পল্লীর পুরোহিত ফাদার হিউবার্ট রিবেরু বলেন, এরকম কেজন নিরিহ লোকের হত্যাকান্ডে তারা বাক রুদ্ধ । এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দীন জানান, সুনিল গোমেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েই হত্যা করা হয়েছে। তবে কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো পরিস্কার নয়। স্থানীয় লোকজন কাউকে হত্যা করতে দেখেনি। পুলিশ বিষয়টি নিয়ে খোজ খবর চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বড়াইগ্রামে খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*