নিউজ ডেস্ক : লিওনেল মেসির পাশে বরাবরের মতোই দাঁড়ালেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হার্নান ক্রেসপো। বর্তমানে ভারতের প্রিমিয়ার ফুটসালে কলকাতার হয়ে খেলা এ কিংবদিন্ত অবশ্য মেসিকে দুর্ভাগাই বললেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনা সবসময়ই প্রতিযোগীতামূলক দল বলে জানালেন তিনি।
চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে ক্রেসপো বলেন, ‘এ জাতী খুবই প্রতিযোগীতামূলক। গত তিনটি টুর্নামেন্টের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা সবকটিতেই ফাইনাল খেলেছে (বিশ্বকাপ ২০১৪, কোপা আমেরিকা ২০১৫, ২০১৬)। ফাইনালে একটি দল হারে অথবা জেতে তারা কিন্তু প্রতিযোগীতা করেছে। আমি আশা করি এই দলটির জয় আসবেই।’
২০১৫ যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। আর পেনাল্টিতে মিস করা মেসি ম্যাচের পর অবসরের ঘোষণা দেন। পরে মেসি সম্পর্কে জানতে চাইলে ক্রেসপো বলেন, ‘আমি বলতে চাই মেসি পুরো আসরে দুর্দান্ত খেলেছে। সে বিশ্বের সেরা ফুটবলার। তবে ভাগ্য তার সহায় ছিল না। এটা আসলে মেসির বিষয় না আমরা গত ২৩ বছর ধরে কোন শিরোপা জিততে পারিনি। হ্যা আমরা অলিম্পিক জিতেছিলাম। তবে আমরা অনেক ফাইনাল হেরেছি। আশা করি পরেরবার জয় আসবেই।’
এদিকে দক্ষিণ আমেরিকার তরুণরা তাদের ভবিষ্যত গড়তে ইউরোপো পাড়ি দিচ্ছে। ফলে ঘরের মাটিতে খেলা হচ্ছে না তাদের। এই প্রসঙ্গে ক্রেসপো বলেন, ‘বিশ্ব এখন বদলেছে। আমি ইউরোপে খেললেও আর্জেন্টিনায় আমার মূল্যায়ন কমেনি। আমি ২১ বছর বয়সে ইউরোপে পাড়ি দিয়েছিলাম। তবে দেশে ফিরে আমি প্রচুর শিরোপা জিতেছি।’
ক্রেসপো ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছিলেন। যেখানে ৩৫টি গোলও করেছেন তিনি। এছাড়া তারকা এ ফুটবলার ইউরোপোর নামকরা বেশ কয়েকটি ক্লাবের হয়েও মাঠ মাতিয়েছিলেন।
Be the first to comment on "ভাগ্য সহায় ছিল না মেসির ॥ ক্রেসপো"