নিউজ ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের ২৫ বছর বয়সী সন্তানসম্ভবা এক নারী তার স্বামীসহ অাইএসে যোগদান করেছে বলে সন্দেহ করা হচ্ছে। হিন্দু থেকে সম্প্রতি ইসলামে ধর্মান্তরিত হওয়া নিমিশা নামে ওই নারীর মা বিন্দু আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। নিমিশা ছাড়াও রাজ্যের আরো ১৬ জন জঙ্গি এ গোষ্ঠীটিতে যোগদান করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পিটিআই’র
নিমিশার মা বিন্দু তার মেয়ের নিখোঁজের কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে একটি আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।’
কেরালার থিরুভানানথাপুরাম শহরের বাসিন্দা বিন্দু আরো জানান যে, তার মেয়ে নিমিশা সর্বশেষ ১৬ মে স্বামীসহ তার বাড়িতে এসেছিল। এরপর ১৮ মে সে মেয়ের কাছ থেকে একটি ফোন কল পেয়েছিল। তখন মেয়ে তাকে জানিয়েছিল যে কিছু ব্যবসার কাজে সে শ্রীলংকা যাচ্ছেন। তবে কোথা থেকে সে ফোন করেছিল তা বারবার জানতে চাওয়া হলেও নিমিশা উত্তর দেয়নি। মেয়েকে সেখানে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলেও জানান বিন্দু। তবে ৪ জুন পর্যন্ত মেয়ের কাছ থেকে নিয়মিত বার্তা পেলেও এরপর থেকে এ ব্যাপারে আর কোনো তথ্য পাননি তিনি। বিন্দুর ভাষায়, ‘৪ জুন পর্যন্ত তার কাছ থেকে আমি নিয়মিত বার্তা পেতাম। কিন্তু এরপর থেকে তার ব্যাপারে আমি আর কোনো তথ্য পাইনি।’
বেক্সিন নামে এক খ্রিস্টান যুবকের সঙ্গে প্রথমে সাক্ষাৎ হয় নিমিশার। তখন সে রাজ্যের এক ডেন্টাল কলেজের শিক্ষার্থী ছিল। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর দু’জনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন, জানান বিন্দু। তবে এমবিএ গ্র্যাজুয়েট বেক্সিনের ব্যাপারে তাদের আর তথ্য জানা নেই বলেও দাবি করেন ওই নারী।
এদিকে, রাজ্যের কাসারগদের আরো ৫টি পরিবার চন্দ্র পুলিশের কাছে তাদের পরিবারের কয়েকজন সদস্য নিখোঁজ আছেন জানিয়ে আজ আবেদন দাখিল করেছেন। এ বিষয়ে তারাও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
Be the first to comment on "ভারতীয় এক সন্তানসম্ভবা নারীর স্বামীসহ আইএসে যোগদান"