নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় ৩ দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪অক্টবর) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার,স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায়, নড়াইল স্থানীয় সরকারের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন (পিপিএম),লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারি কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন,লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, নড়াইল জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ূব আলী, শিকদার আজাদুর রহমান,সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনী আমীন, লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেনীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার পদ্মবিলা গ্রামের পুণর্বাসিত ভিক্ষুক মোঃ ফারুক হোসেনের সাথে কথা বলেন। অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করে প্রধানমন্ত্রীকে দেখানো হয়। মেলায় সরকারী-বেসরকারী, এনজিও এবং ঘরেঘরে বিদ্যুতায়নের অভূতপূর্ব উন্নয়ন সম্বলিতসহ মোট ৫৩ টি ষ্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।
ভিডিও কনফান্সের মাধ্যমে লোহাগড়ায় প্রধানমন্ত্রীর উন্নয়ন মেলার উদ্বোধন

Be the first to comment on "ভিডিও কনফান্সের মাধ্যমে লোহাগড়ায় প্রধানমন্ত্রীর উন্নয়ন মেলার উদ্বোধন"