নিউজ ডেস্ক : ভারতের কেরালায় মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক নিহতের রেশ কাটতে না কাটতেই শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে পাকিস্তান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬।
প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আঘাত হানা ভূকম্পন উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে অনুভূত হয়েছে। একই সঙ্গে আফগানিস্তানও কেঁপে উঠেছে এই কম্পনে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের হিন্দুকুশ অঞ্চল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ওই কম্পনের উৎপত্তি হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, কাশ্মীর, চন্ডিগর প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস টিবিউন বলছে, কম্পনের সময় আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়।

Be the first to comment on "ভূকম্পনে কেঁপে উঠলো ভারত পাকিস্তান আফগানিস্তান"