নিউজ ডেস্ক : ভেজাল প্যারাসিটামল খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা খালাস পেয়েছেন রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ পাঁচ আসামি। সোমবার ঢাকার ঔষধ আদালতের বিচারক এম আতোয়ার এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন প্রতিষ্ঠানের পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, বাদী ও তদন্ত কর্মকর্তা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম সঠিক নিয়ম মেনে জব্দ তালিকা ও পরীক্ষার প্রতিবেদন জমা দেননি। মামলা দায়েরের সময় যেসব পদেক্ষেপ নেওয়া উচিত ছিল, তা না নেওয়ায় তার অযোগ্যতা ও অদক্ষতা প্রমাণিত হয়।
২০০৯ সালের জুন থেকে অাগস্ট পর্যন্ত রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে সারা দেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠলে ঢাকার ঔষধ আদালতে এ মামলা হয়। মামলা করেন তৎকালীন ড্রাগ সুপার শফিকুল ইসলাম।
Be the first to comment on "ভেজাল প্যারাসিটামল : রিড ফার্মার সবাই খালাস"