শিরোনাম

ভোলার ২ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে

নিউজ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নের আজ সোমবার সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোগ গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিলো কম। বেলা বাড়ার পর কিছু কিছু ভোটার কেন্দ্রে আসতে থাকে। এদিকে জালভোট দেওয়া ও নির্বাচনী আচরন বিধি লঙ্গনের অভিযোগে নির্বাহী আবদুল মানান ৪নকে জড়িমানা করেছে।

সকাল ৯টায় বড় মানিকা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে মানিকার হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম। ওই কেন্দ্র বিএনপির চেয়ারম্যান প্রার্থী সিহাব উদ্দিনের কোন এজেন্টদের পাওয়া যায়নি। একই অবস্থা ৩নং ওয়ার্ডের বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে। সেখানে ভোটারদেরকে প্রকাশ্যে ব্যালটে সিল দিতে বাধ্য করা হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিভাস চন্দ্র দাস সাংবাদিকদের সাথে অশোভন আচরন করে কেন্দ্র থেকে চলে যেতে বাধ্য করে।

এদিকে শন্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ, বিজেবি, র‌্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলারক্ষা বাহীনির ৪টি ভ্রাম্যমান টিম রয়েছে।

এ দুই ইউনিয়নের নির্বাচন প্রথম দফায় অনুষ্ঠানে কথা থাকলে ভোট গ্রহণের আগের দিন উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে তা স্থগিত হয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ও সদস্য পদে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার ৪০ হাজার ১৯৩ জন ভোটারের ভোট গ্রহণের জন্য ২৫টি কেন্দ্রে মোট ১৫৫টি ভোট কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ভোলার ২ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে"

Leave a comment

Your email address will not be published.


*