নিউজ ডেস্ক : ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ইস্যু নিয়ে যখন দিল্লিতে দাঁড়িয়ে সকাল বিকেল কেন্দ্রীয় সরকারকে বাক্যবাণে বিঁধছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তারই দলের অভিনেতা সাংসদ দেব একই প্রসঙ্গে নেত্রীর উল্টো সুর গেয়ে ফের একবার দলের বিড়াম্বনার কারণ হয়ে দাঁড়ালেন।
নোট বাতিল প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি মনে করি পাঁচশো আর হাজার টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত দারুণ। যাদের কালো টাকা আছে, তাদের প্রতি আমার কোনও সহানুভূতি নেই। কিন্তু এ সবের মাঝখানে ইন্ডাস্ট্রির (টলিউড) খুব ক্ষতি হয়ে গেল।
দেব সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে, দেবের মতে আর একটু পরিকল্পনামাফিক কাজ করলে সাধারণ মানুষের এতটা হয়রানি হত না।
বর্তমান পরিস্থিতিটা ঠিক কীরকম? ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা ক্ষতির মুখে পড়েছে? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেবে বলেন, পরিস্থিতি এখনও পরিস্কার নয়। ‘সিচুয়েশন ৫০-৫০’। আরও দু সপ্তাহ বাদে আসল চেহারাটা বোঝা যাবে।
এই প্রথমবার নয়, এর আগেও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। ভোটে দাঁড়িয়ে কেমন লাগছে? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে সাংসদের জবাব ছিল নিজেকে ‘ধর্ষিত’ মনে হচ্ছে। দেবের এই মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। পরে তিনি প্রকাশ্যে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান।
‘দিদি চাপে ফেলে ভোটে দাঁড় করিয়েছিলেন’ মন্তব্য করে আরও একবার বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছিলেন দেব। এবারও নেত্রীর বিপরীতে গিয়ে মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেব। এদিকে দেবের এই মন্তব্য নিয়ে দলের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া চাওয়া হলেও প্রায় সকলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এই বিষয়টি মমতা কীভাবে নেন এখন সেটাই দেখার।
Be the first to comment on "মমতার সাথে একমত নন দেব!"