শিরোনাম

ডাচ বাংলা চেম্বারের সভাপতির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের তিনদিন পর ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বুড়িগঙ্গার তীরে লাশ পাওয়া গেছে। পরে খালেদের ভাই মুরাদ হোসেন লাশ সনাক্ত করেছেন।

কেরানীগঞ্জ থানার এসঅাই ইলিয়াস শরীফ জানান, আজ মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে হাসান খালেদের লাশ উদ্ধার হয়। মরদেহের সঙ্গে নিখোঁজ হাসান খালেদের একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। এরপর মরদেহ সনাক্তের জন্য হাসান খালেদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে খালেদের ভাই মুরাদ হোসেন লাশ সনাক্ত করেন।

গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী। এ ঘটনায় সেদিন রাতে তার শ্যালক শরীফুল আলম ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়, শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি হাসান খালেদ। ৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডিতে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ডাচ বাংলা চেম্বারের সভাপতির লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*