নিউজ ডেস্ক : মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামক স্থানে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের সকলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস, আহত যাত্রী ও পুলিশ সুত্রে জানা গেছে, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার শেখপাড়া নামকস্থানে ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি দেশি ইঞ্জিনচালিত নছিমনকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ১১ জন আহত হন।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তারা পুকুরে পড়ে যাওয়া বাসের পিছন দিকের কাচ ভেঙে ১১ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। তাদের চিকিৎসা চলছে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, বাসের মধ্যে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে জীবিত উদ্ধার করে।
Be the first to comment on "মাগুরায় যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১১"